মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়িঃ ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৮ টায় জেলার পানছড়ি উপজেলার পোড়াবাড়ী ও আদি ত্রিপুরায় পাড়ায় ১৪ ই বি-র উদ্যোগে বাঙ্গালী ও উপজাতীয় গরীব শীর্তাথদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এতে ১৪ ই বি-র জোন অধিনায়ক জি.এম সোহাগ, সাব জোন অধিনায়ক মেজর রফিকুল হাসান, মেজর মাহি ও জোন অধিনায়কের স্ত্রী উপস্থিত থেকে শীর্তাথদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Powered by : Oline IT