সিটিজি জার্নাল ডেস্কঃ গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, ‘চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সিটি করপোরেশনসহ পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনি এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির বলেন, ‘আপনি এত বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনদের পকেট।’
তিনি বলেন, ‘আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আমরা আগেই বলেছি, এখনও বলছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। গতকাল (রবিবার) আওয়ামী লীগের প্রার্থীকে নামমাত্র ৫ হাজার টাকা জরিমানা করলেও তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তেমন কোনও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।’
একে/এম