বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
হালদা নদী’র শাখা খাল থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার

হালদা নদী’র শাখা খাল থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারীঃ দক্ষীন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গচ্ছাখালি শাখা খাল থেকে আবারও বিরল প্রজাাতির মৃত ডলফিন ভাসতে দেখেছে স্থানীয়রা। পরে মৃত ডলফিনটি কে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার মল্লুক শাহ বাড়ি সংল্গন ব্রীজের নিছে আনুমানিক ৭০কেজি ওজনের এ মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন স্থানীয়রা।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, সাধারনত এসব ডলফিন মিঠা পানিতে বসবাস করে।পর পর দুটি ডলফিন হালদা নদীতে মারা যাওয়া চিন্তার বিষয়।সম্ববত এসব ডলফিন ইঞ্জিনচালিত নৌকার আঘাতের কারণে অথবা নদীর পানি দুষনের কারনে মৃত্যু হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড.মোঃ মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ নির্দেশক ডলফিনগুলো মারা যাচ্ছে।ডলফিনটি ড্রেজারের আঘাত মারা যেতে পারে।এ পর্যন্ত প্রায় ১১টি ডলফিন মারা গেছে।

তিনি বলেন, এভাবে যদি ডলফিন মারা যায় হালদা নদীতে এক সময় মাছের অভয়ারন্য থাকবে কিনা এতে যথেষ্ট সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, ৩ জানুয়ারি হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সøুইস গেট এর পাশ থেকে প্রায় ৮০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT