নিজস্ব প্রতিনিধি, হাটহাজারীঃ দক্ষীন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গচ্ছাখালি শাখা খাল থেকে আবারও বিরল প্রজাাতির মৃত ডলফিন ভাসতে দেখেছে স্থানীয়রা। পরে মৃত ডলফিনটি কে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫জানুয়ারী) সকাল ৯ টায় উপজেলার মল্লুক শাহ বাড়ি সংল্গন ব্রীজের নিছে আনুমানিক ৭০কেজি ওজনের এ মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন স্থানীয়রা।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, সাধারনত এসব ডলফিন মিঠা পানিতে বসবাস করে।পর পর দুটি ডলফিন হালদা নদীতে মারা যাওয়া চিন্তার বিষয়।সম্ববত এসব ডলফিন ইঞ্জিনচালিত নৌকার আঘাতের কারণে অথবা নদীর পানি দুষনের কারনে মৃত্যু হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড.মোঃ মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ নির্দেশক ডলফিনগুলো মারা যাচ্ছে।ডলফিনটি ড্রেজারের আঘাত মারা যেতে পারে।এ পর্যন্ত প্রায় ১১টি ডলফিন মারা গেছে।
তিনি বলেন, এভাবে যদি ডলফিন মারা যায় হালদা নদীতে এক সময় মাছের অভয়ারন্য থাকবে কিনা এতে যথেষ্ট সন্দেহ রয়েছে।
উল্লেখ্য, ৩ জানুয়ারি হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সøুইস গেট এর পাশ থেকে প্রায় ৮০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
Powered by : Oline IT