খোরশেদ আলম শিমুল, হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যাবসায়ি সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছ। আদালতের এ আদেশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্বাচন কমিশানার ও আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে শোকজ করেছে। হাটহাজারী বাসষ্টেশনস্থ ছিদ্দিক মার্কেটের ব্যাবসায়ি কাজি মোঃ এরশাদ চট্টগ্রাম তৃতীয় যুগ্ন জেলা জজ আদালতে মঙ্গলবার( ২ জানুয়ারী) এ মামালা (অপর মোকদ্দমা-২/২০১৮) দায়ের করেন।
আদালতের মামলার বিবরণ সুত্রে জানা যায়, আগামী ৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য হাটহাজারী পৌরসভা দোকনদার ব্যাবসায়ী সমিতির ২০১৮-২০২০ সালের কার্যকারী সংসদ নির্বাচনে ঠিকানা বিহীন ভুয়া ভোটার, দ্বৈত ভোটার সহ ভোটার তালিকায় নানা অনিয়ম ও নির্বাচনে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে কাজী মোঃ এরশাদ উদ্দীন নামের এক ব্যাবসায়ী (ভোটার নং ২৩৫৪) নির্বাচন অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হয়। মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় যুগ্ন জেলা জজ আদালত বাদিও আবেদন বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ফরিদ আহমদ, ব্যাবসায়ি সমিতির অঅহবায়ক দিদারুল আলম বাবুলও সদস্য সচিব মোঃ নিজাম উদ্দীনকে শোকজ নোটিশ করেন। নেটিশে বিবাদীগণের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারণ করা হবে না তৎমর্মে নোটিশ প্রাপ্তির একদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে ফরিদ আহমেদ প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি মামলা হয়েছে আদালতের নোটিশের শোকজের জবাব আমারা আদালতে দেওয়ার জন্য প্রস্তত রয়েছি।
Powered by : Oline IT