নিজস্ব প্রতিনিধি, হাটহাজারীঃ হাটহাজারী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সালামত উল্লাহ (২৫), জানে আলম (৩২), মো. ইউনুছ (২৭), নূর আলম হাসেম (৪৫), মো. আলম (৩৩), মাসুম পারভেজ (৪২) আবদুর রহিম (২৬), মো. আনিস (২৯) ও ইফতেখার উদ্দিন ডিবলু (৩৭)।
হাটহাজারী মডেল থানার এস.আই নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।