নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে ২২লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার ধুরং লাল মাঝির পাড়া মনু মিস্ত্রির বাড়ির মৃত তোফায়েল আহম্মদের ছেলে মো. শাহজাহান (২৪) ও একই এলাকার শেখ নিয়াজ চৌধুরী বাড়ির হাবিবুল আলমের ছেলে বোরহান উদ্দিন (২৮)। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক মাজেদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জলিলকে নিয়ে অভিযান চালিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২২ লিটার চোলাই মদসহ শাহজাহান ও বোরহান উদ্দিনকে আটক করা হয়। তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী।