নিজস্ব প্রতিনিধিঃ হাটহাজারীতে চার মামলার ওয়ারেণ্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামীর নাম মো. নাছির উদ্দিনকে (৩৪)।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামী নাছির ওই এলাকার সুলতান মাস্টার বাড়ির মকবুল হোসেন এর পুত্র বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্র জানায়, বিগত ২০১৪ ও ২০১৫ সালে হাটহাজারী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ১টি, বন সংরক্ষণ আইনে ১টি এবং মারামারি সংক্রান্ত ৩টি মামলা রুজু হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক পরেশ চন্দ্র শিকদার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে তার বসতঘর থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামী নাছিরের বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে।
এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Powered by : Oline IT