নিজস্ব প্রতিনিধিঃ হাটহাজারীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে ইত্তেফাকের হাটহাজারী সংবাদদাতা, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতাউর রহমান মিয়ার ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) এস আর আরমান শাকিল, এলজিইডি প্রকৌশলী মোঃ কামারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ও বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার সাবেক সভাপতি শিমুল মহাজন, সাধারণ সম্পাদক ফিরোজ চৌধূরী, হাটহাজারী ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক আবু তালেব, সাংবাদিক মোঃ আলাউদ্দীন, মহিন উদ্দীন, মোজাফ্ফর হোসাইন সিকদার, পৌরসভার সহায়ক কমিটির সদস্য মোঃ জাফর, ঠিকাদার সমিতির প্রধান উপদেস্টা মোঃ আহমদ কবির মালেক, সাধারণ সম্পাদক এসএম সেলিম, যুব সংহতী উত্তর জেলার সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোঃ রফিকসহ আরো অনেকে।
Powered by : Oline IT