বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সামাজিক প্রচারাভিযান অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সামাজিক প্রচারাভিযান অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়িঃ ২০২০ সালের মধ্যে ৫ লক্ষ এবং ২০২৩ সালের ১৫ লক্ষ দক্ষ জনশক্তি তৈরী করে উচ্চ আয়বৃদ্ধি করে বাংলাদেশকে মধ্য আয়ের দেশের পরিনত করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযান এর উপজেলা পর্যায়ের এক অবহিতকরণ কর্মশালা এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চুঞ্চুমনি চাকমা।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটী রানী ত্রিপুরা, প্রবীন সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অর্থ মন্ত্রনালয়ের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার একেএম মনজুরুল হক।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকার দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশের বিপুল জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করতে কাজ করে যাচ্ছে।

এ জন্য ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষার প্রতি আরও যতœশীল হবার আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, সরকারী-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানা, সাংবাদিক, নির্র্বাচিত জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা জেলা প্রশাসন পায়ক্্ট বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT