রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান।নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে রাজ্জাক (৪৫), একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সেরাজুল ইসলাম (৩২), শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান ও সাথী বেগম।
ওসি কিবরিয়া বলেন, বাঘাবাড়ি সেতুর পাশে দাঁড়িয়ে অটোরিকশাটি যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান।
আর হাসপাতালে নেওয়ার পথে তৌহিদুর ও সাথীর মৃত্যু হয় বলে জানান তিনি।