সিটিজি জার্নাল নিউজঃ কমপক্ষে আরও দু’দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতর বুধবার (১০ জানুয়ারি) একথা জানিয়েছে।
গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং ঢাকা ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ তাপমাত্রা ১০.৭। এছাড়া ময়মনসিংহে ৮. ২, চট্টগ্রামে ১১, সিলেটে ১০.৭, রাজশাহীতে ৬, রংপুরে ৭.২, খুলনায় ৮ এবং বরিশালে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আরিফুর রহমান বলেছেন, বায়ুমণ্ডলের বাতাসের তারতম্যের কারণে তাপমাত্রা এখন কমছে। দেশের বেশিরভাগ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও দু’তিন থাকতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থাভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একে/এম
Powered by : Oline IT