সিটিজি জার্নাল নিউজঃ সরকারকে বিপদে ফেলতে শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘ অনেক আগে থেকেই প্রশ্ন ফাঁস হচ্ছে। আগে বিজি প্রেস ছিল প্রশ্ন ফাঁসের আখড়া। এখন শিক্ষকরাই প্রশ্নফাঁস করছেন। সরকারকে বিপদে ফেলতেই শিক্ষকরা প্রশ্ন ফাঁস করছেন। ’
সোমবার বেলা ১২টার দিকে ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। এসময় তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি’র ফল প্রকাশ করা হবে।
একে/এম
Powered by : Oline IT