এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, বুধবার সকালে ‘কারিগরী ত্রুটির’ কারণে হেলিকপ্টারটি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরত্বে ‘জরুরি অবতরণ’ করে।
বিমান বাহিনীর ওই এমআই-১৭১ হেলিকপ্টারটি সকালে ঢাকা থেকে ১৬ জন আরোহী নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সোয়া ১০টার দিকে শ্রীমঙ্গলে নামার সময় জটিলতায় পড়ে।
আইএসপিআর বলেছে, হেলিকপ্টারের ২ জন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ আরোহীদের সবাই জরুরি অবতরণের পর হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তারা সবাই সুস্থ আছেন।
তবে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেছেন, হেলিকপ্টারটি বিজিবি ক্যাম্পের একটি টিনশেডের ওপরে গিয়ে পড়ায় চারজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুই বিদেশি নাগরিককে মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে বাকি দুজনকে বিজিবির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সদর হাসপাতালে দায়িত্বরত একজন চিকিৎসক জানিয়েছেন।
হেলিকপ্টর দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল বিজিবির সেক্টর কমান্ডার আবদুল্লাহ আল মামুন বিস্তারিত বলতে চাননি।
তিনি বলেন, “পরে আমরা প্রেস রিলিজ দিয়ে আপনাদের জানাব।”
একে/এম