সিটিজি জার্নাল নিউজঃ চলতি অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আপিল ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সিটিটিউটে (জাতি) যুগ্ম জেলা জজদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি মনেকরি আপিল বিভাগের কাজের জন্য এই বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন। এজন্য বিচারপতি নিয়োগের মাধ্যমে এ বিভাগকে শক্তিশালী করার চেষ্টা করবো।’
দশম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয়ে এখনও গেজেট না হওয়ার কারণ জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘গেজেট না হওয়ার বিষয়টি আজকেই জানলাম। আশাকরি এই মাসের মধ্যেই গেজেট হবে।’
একে/এম
Powered by : Oline IT