নিজস্ব প্রতিনিধি, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ ৪৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবালের নেতৃত্বে শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা ইলিশের স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে তের হাজার টাকা বলে স্থানীয়া জানিয়েছেন।
সুত্র জানায়, জাটকা ইলিশ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লামা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের মাছ বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় বিক্রিকালে ২ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪৫কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশগুলো দু:স্থ ও এতিমখানায় প্রদান করে ভ্রাম্যমান আদালত।
লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ পারভেজ রাজু জাটকা ইলিশ জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানের পাশাপাশি বাজারের সকল মাছ ব্যবসায়ীদেরকে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের ওপর জনসচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়।
জাটকা ইলিশ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Powered by : Oline IT