মো. নুরুল করিম আরমান, লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।
এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান জেলা আওয়ামীলীগর উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা জামাল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে মো. হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে উ¤্রা মং মার্মা, শহীদুল্লাহ মিন্টু, মো. শহীদুল ইসলাম, মো. জালাল উদ্দিন ও মো. ছরোয়ার মাস্টার। সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ধর্ম চরণ ত্রিপুরা ও মাহমুদুর রহমান শুক্কুর।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ এইচএম আহসান উল্লাহ, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক পদে থোয়াইহ্লা মার্মা, দপ্তর সম্পাদক পদে বেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক পদে শেফায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদ পদে ক্য¤্রাউ মার্মা, কৃষি বিষয়ক সম্পাদক সুই¤্রাঅং মার্মা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সরোয়ার আলম নির্বাচিত হন।
আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নির্বাচিত আংশিক কমিটি অনুমোদন দেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল।
Powered by : Oline IT