বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী

রবিবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী

সিটিজি জার্নাল নিউজঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল তিনটায় তিনি মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।  এ প্রসঙ্গে  আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  এনামুল হক শামীম জানান, ‘প্রধানমন্ত্রী রবিবার বিকাল তিনটায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন।’

জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী জানান, মহিউদ্দিন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী যাওয়ার বিষয়ে  শনিবার রাত দশটায় চট্টগ্রাম প্রশসনের সঙ্গে বৈঠক করবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ।  এদিন বিকেলেই তারা প্রয়াত মেয়রের বাসভবন চশমাহিল এলাকায় পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার  বিকাল ৩টায় সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাসভবনে যাবেন। এর আগে সকাল ১১টায় নৌবাহিনীর ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ মিডশিপম্যান-২০১৫’ পরিদর্শন করবেন। এছাড়া বুধবার (২৭ ডিসেম্বর) ভাটিয়ারীতে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের বিএমএ লং কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি আবারও চট্টগ্রামে যাবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন বলে আমাদের জানানো হয়েছে। তিনি নৌবাহিনীর অনুষ্ঠান শেষে দুপুরে মহিউদ্দিন চৌধুরী বাসায় যাবেন।’

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘প্রধানমন্ত্রী কাল (রবিবার) চট্টগ্রাম আসছেন। তাই সব জায়গায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা যান। পরদিন বাদ আসর নগরীর লালদিঘি ময়দানে জানাজা শেষে নগরীর চশমা হিলস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একে/এম

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT