আগুন লাগার পর ওই ১২ জনকেই উদ্ধার করা হয়েছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বিবিসির।
নিহতরা দোকানটির কর্মচারী ছিলেন এবং তারা দোকানেই থাকতেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
সোমবার ভোররাত ৪টার দিকে দোকানটির নিচতলায় আগুন লাগে, এতে ওপরতলায় ঘুমিয়ে থাকা কর্মচারীরা আটকা পড়েন, পরে আগুনের তীব্র তাপে ওপরের তলাটি ভেঙে পড়ে।
আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন কর্মকর্তারা।