বৃহস্পতিবার মধ্য রাতে লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামে ওই বাণিজ্যিক ভবনে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা ১৪ জানালেও এনডিটিভি বলেছে, এই সংখ্যাটি ১৫।
এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। সকাল নাগাদ তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।চারতলা ওই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা ও গণমাধ্যমের কার্যালয় রয়েছে।
বলা হচ্ছে, ভবনের তৃতীয় তলায় থাকা মোজো লাউঞ্জ নামে রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগ ওই রেস্তোরাঁয় একটি জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়।