মুহাম্মদ ফিরোজ মাহমুদ, মিরসরাইঃ মিরসরাই সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আবুনগর রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ৫’শ ৬৪ জন ভোটার তাদের নতুন প্রতিনিধি নির্বাচন করবেন।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে শাহ আলম (ফুটবল), আবু তাহের (তালা), মোঃ নুর উল্ল্যাহ (মোরগ), মহিউদ্দিন মোঃ জাকারিয়া (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন বলেন, উপ-নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ১জন অতিরিক্ত পুলিশ সুপার, ১জন সহকারী পুলিশ সুপার, ৫জন ওসি, ৪জন এসআই, ৫জন এএসআই, ৩৬ জন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।
এছাড়াও আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
Powered by : Oline IT