নিজস্ব প্রতিনিধি, মিরসরাইঃ মিরসরাইয়ে ৫ জানুয়ারি গনতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা মিঠাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা যুব মহিলা লীগের উদ্দ্যেগে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক বিবি কুমচুমা চম্পার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার ফারুক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মতিন, সদর ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরন্নবী, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য এমদাদুল হক মিঠুন, ছাত্রলীগ নেতা মোঃ ফাহিম, যুব মহিলা লীগ নেত্রী পারভিন আক্তার।
Powered by : Oline IT