নিজস্ব প্রতিনিধি, মিরসরাইঃ মিরসরাইয়ে সরকারী অর্থায়নে নির্মিত একটি সড়ক (ব্রীক সলিং) কেটে খুঁড়ে তছনছ করেছে এক প্রভাবশালীর ভাড়াটে লোকজন। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির বিছানো ইট তুলে ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক ব্যবহারকারী বাসিন্দারা।
ওইদিন দুপুরের দিকে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সড়ক তছনছের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। স্থানীয়রা জানায়, ২০০০ সালের নাগাদ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গোবিন্দপুর গ্রামের এক কিলোমিটার সড়কে ব্রীক সলিং কাজ করে। এটি গ্রামের বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তা।
তারা অভিযোগ করে, বুধবার সকাল থেকে এলাকার এক প্রভাবশালীর নির্দেশে কিছু লোক সড়কের উত্তর প্রান্তের প্রায় আধা কিলোমিটার অংশ কেটে খুঁড়ে ইট তুলে ফেলছে। সড়ক ব্যবহারকারীরা তাদেরকে বাধা দিলে উল্টো কথিত ওই প্রভাবশালীর ভয় দেখায়।
গ্রামের বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা কমিটির সভাপতি মো. নুরুল আলম জানান, ‘২০০০ সালের দিকে স্থানীয় জনগণের অনুরোধে তৎকালীন বেসামরিক বিমান পরিবহণ, পর্যটন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সহযোগিতায় সরকারী অর্থায়নে গ্রামের এক কিলোমিটার সড়কে ব্রীক সলিং করা হয়। বুধবার সকাল থেকে হঠাৎ এলাকার এক প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় জনচলাচলের একমাত্র সড়ক কেটে খুঁড়ে ইট তুলে নেয়া হয়েছে। এটির বিহীত হওয়া দরকার।’
মিরসরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, ‘একটি সড়কের ইট তুলে ফেলা হচ্ছে বলে আমরা জেনেছি। এটি জনচলাচলের একটি সড়ক। তবে কবে নাগাদ সড়কটি ব্রীক সলিং করা হয়েছে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খবর নিচ্ছি।’
এ বিষয়ে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীকে ফোন দিলে তিনি একটি সভায় থাকার কারণে কথা বলতে পারেন নি। তবে স্থানীয় ২নং ওয়ার্ডের সদস্য আবুল খায়ের প্রকাশ মিয়া মেম্বার বলেন, ‘সড়ক খুঁড়ে ইট তুলে ফেলার ঘটনা সত্য। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের চৌকিদার পাঠানো হয়েছে।’
জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি আমরা জেনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। রাস্তার খুঁড়ার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জড়িতদের মধ্যে একজনের নাম পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
Powered by : Oline IT