নিজস্ব প্রতিনিধি, মিরসরাইঃ মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি ও কুরুয়া জলদাস পাড়ায় পাঁচটি হতদরিদ্র গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দিয়েছে বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন উপকূল সমাজ উন্নয়ন সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায এ ঘরগুলো তৈরী করা হয়।
১০ফুট বাই ১২ ফুট সাইজের ঘরগুলোর সাথে একটি করে স্যানিটারী ল্যাট্রিন ও তৈরী করে দেয়া হয়। আগে এ পরিবারগুলো অত্যন্ত মানবেতর জীবন যাপন করতো। ঝর-বৃষ্টি কিংবা শীতের দিনে তাদের কষ্টের সীমা ছিলনা। তাদের এ কষ্ট লাঘবে এগিয়ে আসে উপকূল সমাজ উন্নয়ন সংস্থা। এ ঘরগুলো পেয়ে এখন এ পাঁচ পরিবারের সদস্যরাও সীমাহীন খুশী।
গত বৃহস্পতিবার এ প্রকল্প পরিদর্শনে যান মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবারিনা রহমান লীনা, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, স্থানীয় ইউপি মেম্বার মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, মেম্বার মোঃ ওমর ফারুক হারুন।
উপজেলা সমাজসেবা অফিসার উপকূল সমাজ উন্নয়ন সংস্থা এবং অনুদান প্রদানকারী সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পাশাপাশি সমাজের বিত্তশালীদেরকে এ ধরনের মৌল মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
Powered by : Oline IT