নিজস্ব প্রতিনিধি, মানিকছড়িঃ মানিকছড়ি উপজেলার ‘ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের’ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রমিজ মিয়ার অকাল মৃত্যুর খবরে উপজেলায় শোকের মাতম চলছে।
রাত সাড়ে ৯টায় নিহতের লাশ বাড়িতে আনার আগেই হাজারো জনতার ভীড়ে এবং শোকাহত মানুষের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছিল। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্রসমাজসহ সর্বজনতার ভীড় ডিঙ্গিয়ে শিক্ষকের নিথর দেহ দেখতে হিমশিম খেতে হয়েছে শোকাহত জনতাকে।
নিহতের বাড়িতে গিয়ে দেখা গেছে, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রমিজ মিয়ার(৪৫) অকাল মৃত্যুর খবর দ্রুত সময়ের মধ্যে ফেইস বুক,অন-লাইন পত্রিকায় প্রকাশের পর পর উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-ছাত্র সমাজ,অভিভাবকসহ সর্বস্তরের নারী-পুরুষরা নিহতের বাড়িতে (পান্নাবিল) ভীড় জমাতে থাকে।
রাত সাড়ে ৯টার পর শিক্ষক রমিজ মিয়ার নিথর দেহ নিয়ে এ্যাম্বুলেন্স বাড়ি পৌছার আগেই হাজারো জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক রমিজকে শেষ বারের মত দেখার অপেক্ষায়। উপজেলা চেয়ারম্যান ম্্রাগ্য মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা এম.এ. রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান উদ্দীন মুরাদ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা দুর্নীতি ্রপতিরোধ কমিটির সভাপতি ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, মো. এম.কে. আজাদ, মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন, বিএনপি নেতা এম.এ. করিম, মো. এনামুল হক, মো.মজিবুল হক বাহার, সাবেক ভাইস চেয়ারম্যন ও বিএনপি নেতা এম.এ.কাদের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সামায়ন ফরাজী সামু, উপজেলা গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. অমর কান্তি দত্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ সকল রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,অভিভাবক, ছাত্ররা নিহতের বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবার-পরিজনকে সমবেদনা জানান।
নিহতের লাশ বাড়িতে পৌছা মাত্রই পূর্ব থেকে জড়ো হওয়া শোকাহত লোকজনের ভীড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা শোকাহত পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং নিহতের পরআত্মার শান্তি কামনা করেন।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে, ৩ভাই, ৪বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বরিবার সকাল ১১টায় নিহতের কর্মস্থল ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে পান্নাবিলস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে ।
নিহত রমিজ ১৯৯১ সালে মানিকছড়ির‘রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও ফটিকছড়ি ডিগ্রি কলেজ থেকে এইস.এস.সি পাস করে ১৯৯৪ সালে শিক্ষাবঞ্চিত নিজ এলাকা ডাইনছড়িতে প্রথম নি¤œমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
৩০ ডিসেম্বর দুপুরে জেএসসি ফলাফল সংগ্রহ করতে গিয়ে আশানুরুপ ফলাফল না পেয়ে স্ট্রোক করেন! পরে চমেক হাসপাতালে নেয়ার সাথে সাথে মৃত্যু ঘটে।
Powered by : Oline IT