সিটিজি জার্নাল নিউজঃ রাজধানীর ভাষানটেক থেকে ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মিনহাজুল আবেদিনসহ ১৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভাষানটেকের পিআরপি স্কুলের পেছনসহ বেশ কয়েকটি মাদক স্পটে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘আটকৃতদের রাত সাড়ে ১০টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। আমরা তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
একে/এম
Powered by : Oline IT