সিটিজি জার্নাল নিউজঃ কক্সবাজারের মহেশখালীতে ভাগ্নের হাতে মামা ইসমাইল (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ভাগ্নেকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল (৫৫) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং দক্ষিণকুল এলাকার মৃত আলী রেজার ছেলে। হামলাকারী ঘাতক মৌলবি মোজাম্মেল উত্তরকুল এলাকার আবুল কাশেমের ছেলে।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ বিন আলী জানান, তার বাড়ির রাস্তায় বসে একটি পারিবারিক মতবিরোধ মীমাংসা করা হচ্ছিল।
এসময় অতর্কিত হামলা চালায় মৌলবি মোজাম্মেল। হামলায় সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খুনের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় ঘাতক মৌলবি মোজাম্মেলকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একে/এম
Powered by : Oline IT