সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মহিউদ্দিন চৌধুরীর শারিরিক অবস্থা সর্ম্পকে জানতে চাইলে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার দুপুরে মহিউদ্দিন চৌধুরীকে নগরীর মেহেদীবাগে অবস্থিত এই হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. লিয়াকত আলী খান বলেন, ‘অসুস্থবোধ করলে তাকে (মহিউদ্দিন চৌধুরী) দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন।’
এর আগে গত ১১ নভেম্বর রাতে কিডনিজনিত সমস্যা নিয়ে মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স ভর্তি করা হয়। এ সময় অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে স্কয়ার হাসাপাতলে তিন দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ নভেম্বর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে ১১দিন চিকিৎসা শেষে ২৬ নভেম্বর তাকে পুনরায় ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুটা সুস্থবোধ করায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাকে চট্টগ্রামে নিয়ে আসেন স্বজনরা।
একে/এম
Powered by : Oline IT