সিটিজি জার্নাল নিউজঃ রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকে ক্যান্সারের বিপুল পরিমাণ নকল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী (৪৬), নিখিল রাজ বংশী (৪৪) ও মো. সাঈদ।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিআইডির সদর দফতরে এই তদন্ত সংস্থার অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন নামি কোম্পানির ওষুধ চীনে নকল করে বানানো হয়। দেশের একটি অসাধু চক্র চীনে এসব ওষুধ প্রস্তুত করায়। এরপর তারা বৈদ্যুতিক সরঞ্জামের কথা বলে তা আমদানি করে। এসব নকল ওষুধ মানুষের জীবননাশের কারণ। আমরা একটি চালানসহ তিনজনকে গ্রেফতার করেছি। তারা স্বীকার করছে, বেশি লাভের আশায় এসব নকল ওষুধ চীনে থেকে তৈরি করে দেশে আনছে তারা।’
তিন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪০ হাজার ওষুধের পাতা বস্তায় করে একটি বাসায় রাখা হয়েছিল। সেখান থেকে সিআইডি এসব জব্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্পেশাল অ্যাক্টে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
একে/এম
Powered by : Oline IT