নিজস্ব প্রতিনিধি, রাঙামাটিঃ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্ব রায় তঞ্চঙ্গ্যা (৩০) কে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে গুলিবিদ্ধ যুবলীগ নেতাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ফারুয়া ক্যাং কুঠির এলাকায় ঘুমানো অবস্থায় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল জেএসএসকে দায়ী করে বলেন, পাহাড়িরা যাতে জাতীয় রাজনীতি না করে এ জন্যই অবৈধ অস্ত্রধারী এসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ বিশ্ব রায় তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Powered by : Oline IT