বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা: শিকলবাহা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা: শিকলবাহা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিটিজি জার্নাল নিউজঃ বিজয় দিবসের মঞ্চে হামলার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সেহেতু চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

স্থানীয় মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক আদেশে জাহাঙ্গীর আলমকে কেন তার স্বীয় পদ থেকে অপসারণ করা হবে না মর্মে জানতে চাওয়া হয়েছে। আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে এর ব্যাখ্যা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দাওয়াত পাননি দাবি ওইদিন তার অনুসারীদের নিয়ে এসে বিজয় মঞ্চে ওঠে হাতাহাতি করেন। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা ও এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।

একে/এম

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT