নিজস্ব প্রতিনিধি, মিরসরাইঃ মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার মিয়াজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) বিকেল চারটার দিকে পৌর ভবনের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। নুরুল আবছার পৌরসভার জামালপুর গ্রামের মোহাম্মদ মোস্তফার পুত্র।
তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা পরিষদেও চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি কাজী সালাহ উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন কমিশনার, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, পৌরসভা যুবদলের সভাপতি কামরান সরোয়াদী।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, আবছারের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তার মধ্যে কয়টি মামলায় জামিনে এবং কয়টি মামলায় ওয়ারেন্ট রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Powered by : Oline IT