সিটিজি জার্নাল নিউজঃ বান্দরবানের জীবননগরে একটি মাইক্রোবাস খাদে পড়ে সেনা কর্মকর্তাসহ ছয় জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলেন।
বান্দরবান সেনা জোনের জি টু আই মেজর মো. মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহত ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ওবায়দুল্লাহ ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে ওই সেনা কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে আসেন। তারা থানচি যাচ্ছিলেন। এ সময় ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে চালকসহ ছয় জন আহত হন।
একে/এম
Powered by : Oline IT