বৃহস্পতিবার দুপুরে কিডনি ডায়ালাইসিসের জন্য নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবণতি ঘটে।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসাপাতলে ভর্তি করানো হয় বলে জানান মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী ওসমান গণি।
তিনি বলেন, “নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে উনাকে আনা হয়েছিল। বিকালের দিকে শরীর কিছুটা খারাপ হওয়ায় হাসপাতালে রাখা হয়েছে।”মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালের সিসিউতে রাখা হয়েছে বলে জানান ওসমান গণি।
একমাস চিকিৎসা শেষে গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বাসায় ফেরেন চট্টগ্রামের বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
গত ১১ নভেম্বর রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে ১৬ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর দেশে ফিরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
একে/এম