সিটিজি জার্নাল নিউজঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষাবোর্ড, সরকারি বিজি প্রেস, ট্রেজারি এবং পরীক্ষা কেন্দ্রের অসাধু কর্মকর্তারাই দায়ী। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এসব ঘটনার জন্য শিক্ষকরাই দায়ী।’
রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষামন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা এসব কথা বলেন।
সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষকরাই দায়ী। কারণ তারা নৈতিকতা বিবর্জিত, কোচিং বাণিজ্যে মনোনীবেশ করেন, ক্লাসে পড়ান না, কম সময় দেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রণালয়ও যে শতভাগ দুর্নীতিমুক্ত তা আমি বলবো না। তবে দুর্নীতি কমাতে আমরা চেষ্টা করছি।’
একে/এম
Powered by : Oline IT