চট্টগ্রামে পাহাড় ধসে তিন জন নিহতের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা করেছে বন বিভাগ। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলাটি করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ভূইয়া বলেন, ‘শনিবার রাতে বন কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে।’ তবে তিনি আসামিদের নাম জানাতে পারেননি।
এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টায় ওই উপজেলার রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শিশু তিনজন নিহত হন।
Powered by : Oline IT