মোহাম্মদ রাশেদুজ্জামান অলি , পানছড়ি, খাগড়াছড়িঃ ভোরের সূর্য উঠার সাথে সাথে পানছড়ি উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সূচনা হয় মহান বিজয় দিবসের শুভ সূচনা।
শহীদ মিনারের সামনে শ্রদ্ধা জানাতে আসে, পানছড়ি উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,থানা আওয়ামীলিগের দু’গ্রুপের অংগ সংগঠন সহ নেতৃবৃন্দ,উপজেলা বি.এন.পি ও সহযোগী সংগঠন সমুহ , জাতীয় পার্টি, জাকের পার্টি পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল ৯টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রর্দশন শেষে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয। দুপুর ১২ টায় বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এতে উপজেলা চেযারম্যান সর্ব্বোত্তম চাকমা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম,জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, থানা ইনচার্জ মো: মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা,নাজির মাহমুদ,বিজয় চাকমা,কিরন ত্রিপুরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Powered by : Oline IT