মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়ি, খাগড়াছড়িঃ জেলার পানছড়িতে ১৭ ডিসেম্বর /১৭ রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মহান বিজয়ের মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিন ব্যাপি বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন,পুর্নবাসন ও আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ এবং পুনর্বাসন করণ সর্ম্পকিত টাস্কফোর্ট -এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহাম্মদ খান, ১৪ ই বেঙ্গল অধিনায়ক ল্যাঃ কর্ণেল জি.এম সোহাগ , সাব জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলাম , পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্ব্বোত্তম চাকমা , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, জেলা পরিষদ সদস্য খগেশ^র ত্রিপুরা ও সতিশ চন্দ্র চাকমা,থানা ইনচার্জ মো: মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য বাসন্তী চাকমা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।
মেলার বিভিন্ন স্টলের পাশাপাশি শিশুকিশোরদের জন্য বিভিন্ন খেলা চরকি,কার সার্কাস, রিং খেলা, হাউজি ও প্রতিদিনের দি আশার প্রদীপ র্যাফেল ড্র। বিজয় মেলা নিয়ে সচেতন অভিভাবকগন উদ্ধিগ্ন। সামনে এস.এস.সি পরীক্ষা এ সময় সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং র্যাফেল ড্র এর টিকিট বিক্রি যা পরীক্ষার্থীদের উপর প্রভাব পড়বে।
Powered by : Oline IT