মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে উপজেলার ৫ম থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বেসিক ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড-২০১৭ইং অনুষ্টিত হয়েছে।
পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে (২৩.১২.১৭) সকাল ১১টায় পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ১ ঘন্টাব্যাপি এ পরীক্ষা হয়। এ পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য উপজেলার মোট ৬৬৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।
তবে পরীক্ষায় ১১১জন অনুপস্থিত ছিল এবং ৫৫৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলা পর্যায়ে ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি ও ৮ম শ্রেণি থেকে ১০ ম শ্রেণি শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান সম্বলিত আলাদা আলাদা করে এ পরীক্ষা নেওয়া হয়েছে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন- এ অলিম্পিয়াপের প্রথম বিজয়ী পাবেন ২০ হাজার টাকার প্রাইজবন্ড আর রানার্স আপ পাবেন ১০ হাজার টাকা।
মোট ৩টি লেভেলেই এসব পুরস্কার দেওয়া হবে। এছাড়াও ব্যাক্তিগত ক্যাটাগরিতে ১০হাজার টাকা আর রানার্স আপ ৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।
Powered by : Oline IT