নিজস্ব প্রতিনিধি, পানছড়িঃ জেলার পানছড়িতে গত ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে থানা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টায় মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
থানা আওয়ামি লীগ,যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০ টায় পানছড়ি বাজার সংলগ্ন সড়কে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-পানছড়ি থানা আওয়ামিলীগের সভাপতি বাহার মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক বিজয় কুমার দেব,যুবলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,ছাত্রলগি সভাপতি শ্রীকান্ত দেব মানিক , সম্পাদক জহিরুল আমিন রুবেল , শ্রমিকলীগের সভাপতি সুজন মাহমুদ প্রমূখ।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের অভিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, ২৯/০১/২০১৭ ইং রাতে থানা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হলে তাৎক্ষনিক উপজেলা হাসাপাতাল পরে জেলা সদরে ও বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন ৩০ ০১/২০১৭ ইং তারিখে পানছড়ি থানা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বাদী হয়ে ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পানছড়ি থানা ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ঐদিনই মামলার প্রধান আসামী পানছড়ি ইউপির সদস্য যুবলীগ নেতা মোঃ আব্দুল জব্বার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মায়া ও যুবলীগ নেতা মোঃ মনোয়ার কে গ্রেফতার করা হয়েছে। অন্নান্য অপরাধীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Powered by : Oline IT