লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামাল বুধবার টেলিফোনে বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আজ আমাকে ফোন দিয়েছেন। আমাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।”
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের সামনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন এবং অন্যদের দপ্তর বদলের তথ্য জানান।
গত চার বছর ধরে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রিসভার রদবদলে তাকে পাঠানো হয়েছে বেশ কিছুদিন ধরে খালি থাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে।
একে/এম