শনিবার যশোরে বিমান বাহিনী একাডেমিতে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তার বক্তব্যে এই ঘোষণা আসে।
শেখ হাসিনা বলেন, “বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং এর সক্ষমতা বাড়বে।”
‘মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট’ (যুদ্ধ বিমান), উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং (প্রশিক্ষণ) হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট (প্রশিক্ষণ বিমান), সিমুলেটর, আন-ম্যানড এরিয়াল ভেহিকল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ (দীর্ঘ ও সল্প দূরত্বের) এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার (মধ্যম দূরত্বের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য) মিসাইল শিগরিরই বিমান বাহিনীতে যুক্ত করার কথা বলেন তিনি।
এর আগে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন প্রধানমন্ত্রী।
তাদের উদ্দেশ্যে বলেন, “বিমান বাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যে কোন প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকতে হবে।”
একে/এম