সিটিজি জার্নাল নিউজঃ দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দিনাজপুরের তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও শনিবারে ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা কমে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
এদিকে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে ছিন্নমূল মানুষের যেমন বাড়ছে দুর্ভোগ, তেমনি ঠাণ্ডায় কাজ করতে না পারায় শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সকালের দিকে ঘর থেকে তেমন বের হচ্ছে না সাধারণ মানুষ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম বলেন, ‘আজকের তাপমাত্রা চলতি মৌসুমে রেকর্ডকৃত সর্বনিম্ন। এটি গত শীত মৌসুমের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। গত মৌসুমে ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম। আগামী ২-৩ দিন পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকতে পারে।’ আগামী ৯ থেকে ১০ জানুয়ারির মধ্যে অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একে/এম
Powered by : Oline IT