বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন আজ

দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন আজ

সিটিজি জার্নাল নিউজঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর শহরে নির্মিত দেশের প্রথম কোরআন ভাস্কর্যের উদ্বোধন হবে আজ (৩১ ডিসেম্বর)। রবিবার সকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

গত ছয় মাস আগে কসবা পৌরসভার মেয়র এমরানুদ্দীন জুয়েলের তত্ত্বাবধানে ভাস্কর্যটি নির্মাণ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ও উদীয়মান ভাস্কর শিল্পী কামরুল হাসান শিপন। এরপর থেকে এলাকার মানুষের মধ্যে এক ধরনের কৌতুহল সৃষ্টি হয়। পরে ভাস্কর্যটির মূল স্থাপনা দাঁড়ানোর পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
ভাস্কর্যটি দেখতে আসা কসবা চরনাল গ্রামের মনিরুল ইসলাম, গোপিনাথ পুর গ্রামের সিরাজ মিয়া, মঈনপুর গ্রামের আকবর হোসেন জানান, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে নেমে পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বারে কোরআনের ভাস্কর্য রয়েছে। তবে আমাদের দেশে সম্ভবত এটাই প্রথম।
কসবা পৌরসভার মেয়র এমরানুদ্দিন জুয়েল বলেন, ‘পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বারে কোরআনের ভাস্কর্যের আদলে কসবা উপজেলা সদরের ব্যস্ততম কদমতলা মোড়ে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। একজন মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বোধ থেকে আমরা পৌরসভায় সর্ব সম্মতিক্রমে এই ভাস্কর্যটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
কসবা পৌর সভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেন, ‘ভাস্কর্যের উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। এটি সম্পূর্ণ এডিবির অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সান কমিউনিকেশন।’
ভাস্কর্য সর্ম্পকে কসবা আড়াইবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সায়েদি বলেন, ‘কোরআনের আদলে তৈরি এ ভাস্কর্যটি ইসলামী মূল্যবোধ অক্ষুন্ন রাখার ক্ষেত্রে আলোর দিশারী হয়ে থাকবে। তাই এ ভাস্কর্যের প্রতি যেন অবমাননা না হয় সেদিকেও নজর রাখতে হবে।’
কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল আমিন ভুঁইয়া বকুল বলেন, ‘অপরাধমুক্ত সমাজ গঠন এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে কসবার মুসলমানের কাছে এই ভাস্কর্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘দেশের প্রথম কোরআন ভাস্কর্যটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এজন্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

একে/এম

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT