সিটিজি জার্নাল নিউজঃ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জেষ্ঠ্য বিচারিক হাকিম শিবলু কুমার এই আদেশ দেন। জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) স্বপন কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মশিউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোরর নির্দেশ দেন।
স্বপন কুমার বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসীম উদ্দিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিন মঞ্জুর করেছেন।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ২৩ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হয়। পরে প্রথম ময়নাতদন্ত প্রত্যাহার করে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ জামিনের পর গত ১৮ ডিসেম্বর আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করেন।
একে/এম
Powered by : Oline IT