বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতির বিচার চেয়ে বিক্ষোভ করেছে রামগড় উপজেলা ছাত্রলীগ।
শনিবার বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাউসার হাবিব শোভনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে রামগড় উপজেলা ছাত্রলীগ ছাড়াও রামগড় পৌর ছাত্রলীগ ও রামগড় কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলের সমাপ্তি বক্তব্যে উপজেলা আহ্বায়ক শোভন বলেন, তারেক জিয়া অবৈধ সম্পদের পাহাড় গড়ে বিদেশে অর্থ পাঁচার করেছেন, এতিমের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছেন তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক কেসু মারমা, পৌর ছাত্রলীগের সদস্য সচিব নাঈম হাসান নয়ন, কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নুরুল আলম, কলেজ ছাত্রলীগের সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Powered by : Oline IT