বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

        English
শিরোনাম :
চট্টগ্রামস্থ ছাগলনাইয়া সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অভিযানে ৬ গ্যাংয়ের ৩৩ জন আটক, দেশী অস্ত্র উদ্ধার ভালো আছেন খালেদা জিয়া ঈদকে ঘিরে জাল নোট গছিয়ে দিত ওরা কুতুব‌দিয়ায় নতুন জামা পেল ১৩৫ এতিম ছাত্র-ছাত্রী মানিকছড়িতে গণ ইফতার মাহফিল সীতাকুণ্ডে লরি চাপায় পথচারী যুবক নিহত সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু রামগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরন লাইসেন্স বিহীন ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাড ভ্যানে চলছে অবৈধ গ্যাস বিক্রি কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রীমা কমিউনিটি সেন্টার বন্ধ রাখার নির্দেশ

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রীমা কমিউনিটি সেন্টার বন্ধ রাখার নির্দেশ

সিটিজি জার্নাল নিউজঃ সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানী অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা ঘটনা খতিয়ে দেখবেন। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরির্দশন করবেন। এর আগে কোনও আলামত যেন নষ্ট না হয় সেজন্য কমিউনিটি সেন্টারের কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে বলা হয়েছে। পুলিশি ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনও প্রোগ্রাম আয়োজন করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশি তদন্তে কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষের দোষ-ত্রুটি ধরা পড়লে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, মহিউদ্দিন চৌধুরীর কুলখানী উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর রিমা কমিউনিটি সেন্টারসহ ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করে তার পরিবার। এর মধ্যে রিমা কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন করা হয়। দুপুরে সেখানে মেজবান খেতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১০ জন মারা যান। আহত হন আরও ১০/১২জন। নিহতরা সবাই সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একে/এম

Please Share This Post in Your Social Media

Powered by : Oline IT