সিটিজি জার্নাল নিউজঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি সাধারণ ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন ফেব্রুয়ারিতে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে ঢাকাসহ তিনটি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ২৪ ও ২৫ ফেব্রুয়ারির সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দুটি বোর্ড হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত তিনটি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ‘তিনটি বোর্ডের চেয়ারম্যান ও কন্ট্রোলারদের নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তাদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর অনুরোধ করা হয়েছে। এতে তারা সম্মত হয়েছেন।’
নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় মন্ত্রণালয় থেকে কমিশনকে অনুরোধ করা হয়েছে। জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচনের অনুরোধ করা হতো না।
এদিকে নির্বাচন সচিব সাংবাদিকদের আগে জানিয়েছিলেন, জানুযারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ও ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে জানা গেছে, ২৪ অথবা ২৫ তারিখ ভোট হতে পারে। যার কারণে ওই দুদিনের পরীক্ষা পেছানো হয়েছে।
একে/এম
Powered by : Oline IT