সিটিজি জার্নাল নিউজঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নিবার্চনে মেয়র পদে তাবিথ আউয়ালই বিএনপির প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তাবিথ আউয়ালের বাবা আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘তাবিথ বয়সে তরুণ ও শিক্ষিত। দলও চায় তরুণরা রাজনীতিতে আসুক। সিটি করপোরেশন নির্বাচনের সময় বিএনপি দুপুরের দিকে নির্বাচন বর্জন করলেও ওই সময় সে অনেক ভোট পেয়েছিল। তাই তাবিথই এবারও উত্তর সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী হবে।’
বুধবার (২৭ নভেম্বর) বকশীবাজর অস্থায়ী আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।
প্রার্থী হিসেবে বিএনপি তাবিথকে চূড়ান্ত করেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘দল তরুণ নেতৃত্ব চায়। তাছাড়া গতবারও সে নিবার্চন করেছে। এবারও হয়তো তাই দল তাকেই মনোনয়ন দেবে।’
নিবার্চনে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে মিন্টু বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। রাতদিন আমি সময় দিতে পারবো না। তাছাড়া তাবিথ বয়সে তরুণ, শিক্ষিত। ও আমার চেয়ে ভালো কাজ করতে পারবে।’ তাবিথই ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য যোগ্য প্রার্থী বলে মন্তব্য করেন মিন্টু।
প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে গত ১ ডিসেম্বর থেকে শূন্য হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদটি। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
বিএনপি ও ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ডিএনসিসির আগের নির্বাচনের দলীয় প্রার্থী তাবিথ আউয়াল ছাড়াও উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, জোটের শরিক বিজেপি’র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
একে/এম
Powered by : Oline IT