সিটিজি জার্নাল নিউজঃ কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নেজামুল হক প্রকাশ হাসু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের গোলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন নারীকে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসআই খালেদ জানান, নিহত নেজামুলের সঙ্গে তার চাচাত ভাই লিয়াকত ও রাসেলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলা মোকাদ্দমা হয়। সে মামলার আসামি ছিল নেজামুল। মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল আসামি নেজামুলের বাড়িতে অভিযানে যায়। পুলিশের অভিযানের খবর পেয়ে নেজামুল কৌশলে পালিয়ে যায়। পরে ভোরবেলা বাড়ি ফেরার সময় তাকে একা পেয়ে লিয়াকত ও তার লোকজন তাকে পিটিয়ে হত্যা করে।
নিহত নেজামুলের স্ত্রী আলম আরা বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়। অভিযান শেষ করে আমার স্বামীকে না পেয়ে চলে যায়। পরে ভোর রাতে বাড়ির কিছু দূরে মানুষের শব্দ পেয়ে আমিসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখি লিয়াকত ও তার কিছু লোক আমার স্বামীকে মারধর করছে। তখন আমাদের উপস্থিতি দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়।’
তিনি আরও জানান, আহত অবস্থায় নেজামুলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন এসআই খালেদ।
একে/এম
Powered by : Oline IT