সিটিজি জার্নাল নিউজঃ চট্টগ্রামের তিনটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৭০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সারাদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার পাঁচজন হলো – হুসেইন আহমদ (৩৩), ইমাম হোসাইন (২৭), মোহাম্মদ বশর (৩৫), মোহাম্মদ মনির (৩২) ও মংনু তঞ্চঙ্গ্যা।
শামীম আহমেদ জানান, গ্রেফতার পাঁচজনের মধ্যে মধ্যে হুসেইন ও ইমামকে ভোরে নগরীর পাথরঘাটা ইকবাল রোড থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মনিরকে আড়াই হাজার পিস ইয়াবাসহ কোতোয়ালী থানাধীন আব্দুর রহমান সড়কের ক্রাউন হোটেলের সামনে থেকে এবং বশরকে দুই হাজার ৩০০পিস ইয়াবাসহ সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন মংনু তঞ্চঙ্গ্যাকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ হালিশহর থানাধীন ডিটি রোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের নামে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
একে/এম
Powered by : Oline IT